Ajker Patrika

রাউজানে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড

রাউজান প্রতিনিধি
রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালিয়ে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত
রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালিয়ে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

রাউজানে একটি ফিজিওথেরাপি ক্লিনিকে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাউজানের জলিলনগরে আমানত খান মার্কেটের দোতলায় রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান, মেডিকেল কর্মকর্তা শান্তনু পালিত ও তৃষি চৌধুরী, রাউজান থানা-পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, অভিযুক্ত অভিজিৎ বিএমডিসি সনদ ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে তাঁকে শাস্তিস্বরূপ এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত