হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
মারা যাওয়ার এক বছর যেতে না যেতেই চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হয়ে গেছে মরহুম আল্লামা আহমদ শফির অনুসারীদের। একই সঙ্গে তার নিজ হাতে গড়া সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশেও তিনি উপেক্ষিত। এ কারণে তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে আজ শনিবার তার দল কিংবা মাদ্রাসার কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না, অন্য কোনোভাবেও স্মরণ করা হচ্ছে না তাকে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান আল্লামা আহমদ শফি। মৃত্যুর একদিন আগে হেফাজতে ইসলামির ভিন্নমতাবলম্বীদের চাপে পড়ে হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের পদটিও ছাড়তে হয়েছিল তাকে। অথচ এর আগে টানা ৩৪ বছর দেশের হাটহাজারি মাদ্রাসার মুহাদ্দিস প্রধান তথা শীর্ষ কর্মকর্তার পদটি ছিল তার। এই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যার সংখ্যা ১২ হাজারেরও বেশি। আল্লামা শফি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতির দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক বিশ্লষকরা মনে করেন, সারাদেশের কাওমী মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীকে সঙ্গবদ্ধ করে ২০১০ সালে আত্মপ্রকাশ করে দেশের ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামি বাংলাদেশ, যার কেন্দ্রে ছিল হাটহাজারি মাদ্রাসা আর মাওলানা শফির নেতৃত্বে। ২০১৩ সালের ৫ মে ঢাকায় বৃহত্তম সমাবেশ ও রাজধানীর মতিঝিল চত্বরে লাগাতার অবস্থান করে ঢাকা তথা দেশ অচল করার চেষ্টাও হয়েছিল তার নেতৃত্বকে সামনে রেখে। পরবর্তীতে নানা ঘাত–প্রতিঘাতে দলে শফির ভিন্নমতাবলম্বীরা শক্তিশালি হয়ে ওঠে। বিশেষ করে মাওলানা শফির ছেলে আনাস মাদানির সঙ্গে গোপনে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর হেফাজতের অভ্যন্তরে দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। ছেলের নানা অনিয়ম আর দলে ও হাটহাজারি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আনাসকে সমর্থনের কারণেও অনেক কট্টর অনুসারী মাওলানা শফির বিপক্ষে চলে যান ধীরে ধীরে। এ কারণে প্রথমে ছেলে এবং পরে বাবা মাওলানা শফিকে ছাড়তে হয় মাদ্রাসা ও দলের নিয়ন্ত্রণ।
হেফাজত ইসলাম বাংলাদেশ বর্তমান কমিটির একাধিক নেতা বলেন, আল্লামা শফীর মৃত্যুর পর মাওলানা আনাস ও তার অনুসারীরা গত এক বছরে হেফাজত ইসলাম এবং হাটহাজারী মাদ্রাসায় আর সুবিধা করতে পারেনি।
হেফাজতের বর্তমান আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, যিনি এক সময় মাওলানা শফির অনুসারী হলেও পরে তার বিপক্ষে অবস্থান নেন। একইভাবে দলের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও মাওলানা শফির সঙ্গে ভিন্নমত পোষণকারী অন্যতম নেতা। আর হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের পদেও এখন দায়িত্ব পালন করছেন মাওলানা ইয়াহইয়া। একই সঙ্গে তিনি হেফাজতে ইসলামির নায়েবে আমিরের দায়িত্বে আছেন।
মাওলানা ইয়াহইয়া’র স্বীকার করেন, আহমদ শফির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দল কিংবা মাদ্রাসায় কিছু করা হচ্ছে না। আজকের পত্রিকাকে তিনি বলেন, অতীতেও মহাপরিচালক মৃত্যুর পর কোনো দোয়া হয়নি। এসব শরিয়ত সম্মত নয়।
তবে আল্লামা শফির ছেলে আনাস মাদানি আজকের পত্রিকাকে বলেন, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাগফিরাত কামনায় তার খোলাফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা সাড়ে তিন হাজার কোরআন খতম, বিশটি বুখারি খতম, চার হাজার খতমে ইউনুস দুই লাখ বিশ হাজার দরুদ শরিফ খতম ও পাঁচশ’ সুরা ইয়াসিন খতম সম্পন্ন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর শাইখুল ইসলামের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মারা যাওয়ার এক বছর যেতে না যেতেই চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হয়ে গেছে মরহুম আল্লামা আহমদ শফির অনুসারীদের। একই সঙ্গে তার নিজ হাতে গড়া সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশেও তিনি উপেক্ষিত। এ কারণে তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে আজ শনিবার তার দল কিংবা মাদ্রাসার কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না, অন্য কোনোভাবেও স্মরণ করা হচ্ছে না তাকে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান আল্লামা আহমদ শফি। মৃত্যুর একদিন আগে হেফাজতে ইসলামির ভিন্নমতাবলম্বীদের চাপে পড়ে হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের পদটিও ছাড়তে হয়েছিল তাকে। অথচ এর আগে টানা ৩৪ বছর দেশের হাটহাজারি মাদ্রাসার মুহাদ্দিস প্রধান তথা শীর্ষ কর্মকর্তার পদটি ছিল তার। এই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যার সংখ্যা ১২ হাজারেরও বেশি। আল্লামা শফি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতির দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক বিশ্লষকরা মনে করেন, সারাদেশের কাওমী মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীকে সঙ্গবদ্ধ করে ২০১০ সালে আত্মপ্রকাশ করে দেশের ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামি বাংলাদেশ, যার কেন্দ্রে ছিল হাটহাজারি মাদ্রাসা আর মাওলানা শফির নেতৃত্বে। ২০১৩ সালের ৫ মে ঢাকায় বৃহত্তম সমাবেশ ও রাজধানীর মতিঝিল চত্বরে লাগাতার অবস্থান করে ঢাকা তথা দেশ অচল করার চেষ্টাও হয়েছিল তার নেতৃত্বকে সামনে রেখে। পরবর্তীতে নানা ঘাত–প্রতিঘাতে দলে শফির ভিন্নমতাবলম্বীরা শক্তিশালি হয়ে ওঠে। বিশেষ করে মাওলানা শফির ছেলে আনাস মাদানির সঙ্গে গোপনে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর হেফাজতের অভ্যন্তরে দ্বিধাবিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। ছেলের নানা অনিয়ম আর দলে ও হাটহাজারি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আনাসকে সমর্থনের কারণেও অনেক কট্টর অনুসারী মাওলানা শফির বিপক্ষে চলে যান ধীরে ধীরে। এ কারণে প্রথমে ছেলে এবং পরে বাবা মাওলানা শফিকে ছাড়তে হয় মাদ্রাসা ও দলের নিয়ন্ত্রণ।
হেফাজত ইসলাম বাংলাদেশ বর্তমান কমিটির একাধিক নেতা বলেন, আল্লামা শফীর মৃত্যুর পর মাওলানা আনাস ও তার অনুসারীরা গত এক বছরে হেফাজত ইসলাম এবং হাটহাজারী মাদ্রাসায় আর সুবিধা করতে পারেনি।
হেফাজতের বর্তমান আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, যিনি এক সময় মাওলানা শফির অনুসারী হলেও পরে তার বিপক্ষে অবস্থান নেন। একইভাবে দলের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও মাওলানা শফির সঙ্গে ভিন্নমত পোষণকারী অন্যতম নেতা। আর হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের পদেও এখন দায়িত্ব পালন করছেন মাওলানা ইয়াহইয়া। একই সঙ্গে তিনি হেফাজতে ইসলামির নায়েবে আমিরের দায়িত্বে আছেন।
মাওলানা ইয়াহইয়া’র স্বীকার করেন, আহমদ শফির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দল কিংবা মাদ্রাসায় কিছু করা হচ্ছে না। আজকের পত্রিকাকে তিনি বলেন, অতীতেও মহাপরিচালক মৃত্যুর পর কোনো দোয়া হয়নি। এসব শরিয়ত সম্মত নয়।
তবে আল্লামা শফির ছেলে আনাস মাদানি আজকের পত্রিকাকে বলেন, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মাগফিরাত কামনায় তার খোলাফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা সাড়ে তিন হাজার কোরআন খতম, বিশটি বুখারি খতম, চার হাজার খতমে ইউনুস দুই লাখ বিশ হাজার দরুদ শরিফ খতম ও পাঁচশ’ সুরা ইয়াসিন খতম সম্পন্ন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর শাইখুল ইসলামের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন শান্তি মিছিলের নামে সহিংসতা, নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ১৫৪ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের
৪ মিনিট আগেবরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানঘর ভেঙে খালে পড়ে গেছে। এতে ১০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে ছাত্রসংগঠনগুলোর প্রস্তুতি ও তৎপরতা। ইতিমধ্যে গঠন হতে শুরু করেছে একাধিক সম্ভাব্য প্যানেল। অন্যদিকে নির্বাচনের পর স্থান সংকটে পড়তে বসেছে রাকসু ভবনের ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
২৩ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড রাকিবুল ইসলাম বুলেটকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে তিতাস থানা-পুলিশ কদমতলীতে বুলেটের নানাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
২৮ মিনিট আগে