Ajker Patrika

কর্ণফুলীতে সুগার মিলের আগুন নেভেনি, পৃথক স্থানে পুড়েছে ১৮ ঘর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৩: ৩৭
কর্ণফুলীতে সুগার মিলের আগুন নেভেনি, পৃথক স্থানে পুড়েছে ১৮ ঘর

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন নেভার আগেই গভীর রাতে পুড়েছে ১৮টি পরিবারের বসতঘর। আজ মঙ্গলবার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ দুটি গবাদিপশু পুড়ে মারা যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন ওই এলাকার মোহাম্মদ তাহের, দিল মোহাম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুরের পরিবার।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন মোহাম্মদ ইসলাম নামের এক ব্যক্তির গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুন গোয়ালঘর থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়লে পাশের ১৮টি পরিবারের ঘর পুড়ে যায়।

কর্ণফুলী সার্ভিসের ইনচার্জ শোয়াইব হোসেন মুন্সি বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই আমরা। সবই টিনের ঘর হওয়ায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।’

এদিকে গতকাল সোমবার বিকেলে উপজেলার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আগুন আতঙ্ক বিরাজ করছে। আগুনে এস আলম সুগার মিলের ১ লাখ মেট্রিক টন চিনি পুড়ে যায়। এই আগুন আজ মঙ্গলবার ভোরেও নিয়ন্ত্রণে আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত