Ajker Patrika

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭: ২৫
সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে মো. হানিফ শেখ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাগর উপকূলীয় এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার দলাইরচড় এলাকার হান্নানের ছেলে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যাহ জানান, আজ সোমবার দুপুরে সাগর উপকূলে যুবকের মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা যুবকের মরদেহটি চিনতে না পেরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নৌ-পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। তাঁদের খবরের ভিত্তিতে সাগর উপকূল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

মো. একরাম উল্যাহ আরও জানান, নিহত যুবকের প্যান্টের পকেটে মানিব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মানিব্যাগে থাকা তাঁর ছবিটি বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর পর তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়। ১৯ মার্চ পতেঙ্গা সাগরে দুর্ঘটনায় আবুল খায়ের কোম্পানির টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবে যায়। এতে জাহাজে থাকা নাবিকসহ চারজন শ্রমিক নিখোঁজ হন। সাগরে ভেসে আসা হানিফ ওই জাহাজের নাবিক ছিলেন বলে জানা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত