Ajker Patrika

বঙ্গবন্ধু টানেল: প্রথম সপ্তাহে টোল আদায় কোটি ছাড়াল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২১: ৩৯
বঙ্গবন্ধু টানেল: প্রথম সপ্তাহে টোল আদায় কোটি ছাড়াল

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর গত এক সপ্তাহে টোল আদায় হয়েছে ১ কোটি ৫ লাখ ৯৫০ টাকা। সাত দিনে টানেল অতিক্রম করে ছোট-বড় ৪৭ হাজার ৪৩টি গাড়ি। তবে টানেলে পণ্য ও যাত্রীবাহী গাড়ির চেয়ে দর্শনার্থীদের গাড়ি চলাচল বেশি। 

গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরের দিন ভোর ৬টা বঙ্গবন্ধু টানেল দিয়ে যান চলাচল শুরু হয়। তবে মোটরসাইকেল ও থ্রি-হুইলার গাড়ি টানেল দিয়ে চলাচলে নিষেধ করে টানেল কর্তৃপক্ষ। পারাপারকৃত যানবাহনের শ্রেণিভেদে টোলের হার নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের পর পণ্য ও যাত্রীবাহী যান চলাচল কম থাকলেও টানেল দেখতে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় এই ভিড় আরও বেড়ে যায়। 

এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, গত এক সপ্তাহে বঙ্গবন্ধু টানেল দিয়ে ৪৭ হাজার ৪৩টি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫ লাখ ৯৫০ টাকা। শুধু গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) পারাপার হয়েছে ১৪ হাজার ৭৯৮টি। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা। টানেলে দর্শনার্থী গাড়ি বেশি ছিল বলে জানান তিনি। 

এদিকে টানেলে গাড়ির গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করলেও কিছু কিছু চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাও ঘটেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টোল প্লাজার সামনে, গত মঙ্গলবার এবং গত শুক্রবার রাতে টানেলের মাঝখানে বাস ও প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহত বা টানেলে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত