Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, আটক ২ 

চট্টগ্রামের পতেঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‍্যাব। আজ বুধবার নগরীর হালিশহর থানাধীন নাথপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

অভিযুক্ত দুই যুবক হলেন-নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের মো. ইব্রাহিম (২৬) ও একই জেলার বসুরহাট থানার চরকলমী এলাকার মো. সাকিব (২৩)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘আড়াই মাস আগে ভুক্তভোগী পোশাক শ্রমিক ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় সিএনজি অটোরিকশাচালক ইব্রাহিমের। একটি পর্যায়ে ইব্রাহিম ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন।

গত ২৫ জানুয়ারি বেড়ানোর কথা বলে কিশোরীকে পতেঙ্গা সৈকত এলাকায় নিয়ে যান ইব্রাহিম। পরে সেখানে একটি আবাসিক হোটেলে তাঁকে নিয়ে ওঠেন। এ সময় আগে থেকে হোটেলে থাকা ইব্রাহিমের সহযোগী সাকিবের সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ করা হয়।’ এ সময় ঘটনাটি কাউকে না বলার জন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় বলে জানান তিনি।

মো. নুরুল আবছার আরও বলেন, ঘটনার বিষয়ে র‍্যাব-৭ কার্যালয়ে একটি অভিযোগ আসার পর র‍্যাব সদস্যরা অনুসন্ধান চালায়। পরে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত