Ajker Patrika

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

চট্টগ্রামে রেল ক্রসিং পার হতে গিয়ে জান্নাতুল ফেরদৌস (১৫) নামে এক কিশোরী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন ইস্পাহানি রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। 

ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আব্দুল মুন্নার মেয়ে। পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। জান্নাতুল ফেরদৌস নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনিতে থাকত। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে ইস্পাহানি রেল গেইটে দুপাশ দিয়ে বিপরীতমুখী দুটি ট্রেন যাচ্ছিল। এসময় ওই তরুণী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন খেয়াল করলেও আরেকটি খেয়াল করেনি। এতে ওই ট্রেনে কাটা পড়ে তরুণী ঘটনাস্থলে মৃত্যু হয়।’ 

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিল মেয়েটি। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। এর আগেও ইস্পাহানি রেল গেটে একাধিক ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত