Ajker Patrika

দেশে আজ মানুষের কোনো অধিকার নেই: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২১: ৪২
দেশে আজ মানুষের কোনো অধিকার নেই: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্য, আজকে এ দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রহীন হয়ে পড়েছে। এই দেশে আজ মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।’ 
 
আজ শুক্রবার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতিসভায় তিনি এ কথা বলেন। 

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু সরকার তাঁকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা মানবতাবিরোধী অপরাধ এবং অমানবিক। বেগম খালেদা জিয়ার চিকিৎসার মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’ 

প্রস্তুতিসভায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩টায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা, ১৫ ডিসেম্বর বুধবার বেলা ৩টায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের আলোচনাসভা, ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি। এ ছাড়া ১৬ ডিসেম্বর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। 

সভায় মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের এই ভয়াবহ অবস্থা থেকে জাতিকে বের করে আনতে হবে। আমাদের তৈরি হতে হবে। রাজপথে আমাদের বীর সৈনিকেরা যেভাবে অসম্ভবকে সম্ভব করেছিলেন, যেভাবে সব অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমাদের সেভাবে এগোতে হবে। দেশনেত্রীকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত