Ajker Patrika

খাবার না পেয়ে দোকানিকে মারধরের অভিযোগ চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ১১
খাবার না পেয়ে দোকানিকে মারধরের অভিযোগ চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খাবার না পেয়ে দোকানিকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির ‘ভাত ঘর অ্যান্ড বিরিয়ানি হাউস’ নামে খাবারের দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইসহাক আলম ফরহাদ। তিনি চবি শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক। এ ছাড়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন সিক্সটি নাইন গ্রুপের অনুসারী। 

ভুক্তভোগী দোকানি মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ফরহাদ নামে এক ছাত্রলীগ কর্মী আমার দোকানে ভাত খেতে আসেন। সে সময় দোকানে কাস্টমার ছিল, কাস্টমারকে অতিরিক্ত দেওয়ার মতোই ভাত ছিল। আমি তাঁকে বলি ভাত চুলোয় বসানো আছে আপনি ১০ মিনিট ঘুরে আসুন। তিনি ৫ মিনিট পর এসে আমাকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে আমাকে ঢাকনা দিয়ে মারধর করেন এবং ময়লা পানি মেরে দেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপু ভাইকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’ 

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক আলম ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার খেতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারের একটু কথা-কাটাকাটি হয়েছে। আমরা কথা বলেছি, মীমাংসা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

ছুটিতে গেলেন সেই বিচারক

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

‘শত শত কোটি ডলারের’ ক্ষতি: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সালিস আদালতে এস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ