নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকায় পুলিশ প্লাজার বিপরীতে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে একজন কবিতা আবৃত্তির সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছিল। পরে সেখানে কয়েকজন এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় বলে আমরা শুনেছি।’ ওখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওসি।
আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাঁকে হেনস্তা করা হয়।’
একপর্যায়ে তাঁকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘অনুষ্ঠান আমরা বন্ধ করিনি। জনতার রোষে তারাই অনুষ্ঠান বন্ধ করে পালিয়েছে। আমরা ক্ষুব্ধ জনগণের সঙ্গে ছিলাম। তারা অনুষ্ঠানের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। ওখানকার একজন সদস্য বলেছেন, তারাও জানতেন না, এমন কোনো কবিতা পাঠ করা হবে।’
চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকায় পুলিশ প্লাজার বিপরীতে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে একজন কবিতা আবৃত্তির সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছিল। পরে সেখানে কয়েকজন এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় বলে আমরা শুনেছি।’ ওখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওসি।
আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাঁকে হেনস্তা করা হয়।’
একপর্যায়ে তাঁকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘অনুষ্ঠান আমরা বন্ধ করিনি। জনতার রোষে তারাই অনুষ্ঠান বন্ধ করে পালিয়েছে। আমরা ক্ষুব্ধ জনগণের সঙ্গে ছিলাম। তারা অনুষ্ঠানের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। ওখানকার একজন সদস্য বলেছেন, তারাও জানতেন না, এমন কোনো কবিতা পাঠ করা হবে।’
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুলনার শিরোমনি এলাকার কেন্দ্রীয় পণ্যাগারের পুরোনো পণ্য নিলামে টেন্ডারবাজি এবং এর টাকার একাংশ দিয়ে খানজাহান আলী থানা বিএনপির কার্যালয় সংস্কার ও আসবাবপত্র কেনার অভিযোগ উঠেছে। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণ...
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা প্রাক্কলনে একটি সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার ছয় মাসও টেকেনি সংযোগ সড়ক। সড়কের সেতু লাগোয়া বড় একটি অংশ খুঁটিসহ ধসে পড়েছে। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে...
২২ মিনিট আগেসাধারণ মানুষের টাকায় ‘জনগণের এয়ারলাইন’ গড়ার ঘোষণা দিয়ে ‘পিপলস এয়ার’ নামের একটি নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। তিনি দাবি করছেন, এটি হবে বাংলাদেশের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ এয়ারলাইনস। এরই মধ্যে আগ্রহী বিনিয়োগকারীদের নিবন্ধনও শুরু হয়েছে।
২৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে আতঙ্ক বিরাজ করছে পদ্মার পাড়ে। অনেকে ঝুঁকিতে থাকা ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
৪২ মিনিট আগে