Ajker Patrika

চট্টগ্রামে মাঝপথে বন্ধ একুশে আবৃত্তি অনুষ্ঠান

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরের নন্দনকানন এলাকায় পুলিশ প্লাজার বিপরীতে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওখানে একটা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে একজন কবিতা আবৃত্তির সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করেছিল। পরে সেখানে কয়েকজন এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় বলে আমরা শুনেছি।’ ওখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওসি।

আয়োজকদের মধ্যে কয়েকজন জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাঁকে হেনস্তা করা হয়।’

একপর্যায়ে তাঁকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘অনুষ্ঠান আমরা বন্ধ করিনি। জনতার রোষে তারাই অনুষ্ঠান বন্ধ করে পালিয়েছে। আমরা ক্ষুব্ধ জনগণের সঙ্গে ছিলাম। তারা অনুষ্ঠানের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। ওখানকার একজন সদস্য বলেছেন, তারাও জানতেন না, এমন কোনো কবিতা পাঠ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত