পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের যেসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো—হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, পটিয়া ও সীতাকুণ্ডে ১ প্লাটুন করে, ফটিকছড়িতে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান জানান, দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ আটটি উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্হিতি নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, `বুধবার রাত থেকে পুরো উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্হিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।'
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্হতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের যেসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো—হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, পটিয়া ও সীতাকুণ্ডে ১ প্লাটুন করে, ফটিকছড়িতে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান জানান, দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ আটটি উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্হিতি নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, `বুধবার রাত থেকে পুরো উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্হিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।'
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্হতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২০ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৫ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২৬ মিনিট আগে