Ajker Patrika

গভীর রাতে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২: ২৯
গভীর রাতে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে মো. ফিরোজ খান (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

স্বজনেরা জানিয়েছেন, গভীর রাতে ফিরোজকে তাঁর বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তারা তাকে একটি খালি জমিতে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর বোনের বাড়ির সামনে ফেলে যায়। 

নিহত ফিরোজের ফুপাতো ভাই মোশারফ হোসেন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই বাড়ি থেকে কিছুটা দূরে তার এক বোনের বাড়িতে চলে যান ফিরোজ। সেখানেই থাকতেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দুর্বৃত্তের দল তাঁকে ওই বাড়ি থেকে ডেকে খালি জমিতে নিয়ে যায়। এরপর সেখানে তাঁকে এলোপাতাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিতের পর রক্তাক্ত অবস্থায় দুর্বৃত্তরা ফিরোজকে তাঁর বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মোশারফ দাবি করেন, তাঁর মামাতো ভাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে এমন নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, যুবলীগ নেতা হত্যার ঘটনায় তার পরিবার থেকে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি ডাকাতির প্রস্তুতি ও দুটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত