Ajker Patrika

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু, সোমবার সকাল থেকে চলবে ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ মে ২০২৩, ০০: ২০
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু, সোমবার সকাল থেকে চলবে ফ্লাইট

ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। 

বন্দরের সচিব আরও জানান, ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। কেউ ইচ্ছা করলে আজ রাত থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। মাদার ভেসেল থেকে আগামীকাল সোমবার সকাল থেকে পণ্য উঠানামা শুরু হবে। 

মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে গতকাল শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়। 

এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহাম্মেদ জানান, মোখা অতিক্রম করায় এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালিত হবে ও স্বাভাবিক কার্যক্রম চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত