Ajker Patrika

কর্ণফুলীতে প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ ২ জন আটক

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১১: ২৬
Thumbnail image

কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলীতে ১ কোটি ৪৪ লাখ টাকার ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় একটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। গতকাল শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। 

গ্রেপ্তারকৃত মো. ফরহাদুর রহমান শাওন (৩১) উপজেলার ঈদগাঁও কাঁচা বাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ও মো. তৌফিক (২১) একই এলাকার মৃত জমিরের ছেলে। আটককৃতদের আজ শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর চরফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি শুরু করা হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন। ট্রাকটি র‍্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুজন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে চালক মো. ফরহাদুর রহমান শাওন, মো. তৌফিককে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ট্রাকের এয়ার সিলিন্ডারে মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে এসে কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন তাঁরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত