Ajker Patrika

এক হাজার ১২৫ কোটি টাকা খেলাপি, ব্যাংক ব্যবস্থাপককে তলব 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক হাজার ১২৫ কোটি টাকা খেলাপি, ব্যাংক ব্যবস্থাপককে তলব 

এক হাজার ১২৫ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত নগরীর আগ্রাবাদ শাখা এ বি ব্যাংকের ব্যবস্থাপককে কারণ দর্শানোর আদেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 

আদালতের তথ্যমতে, সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ি এলাকার জাহাজ ভাঙা কোম্পানি মাহিন এন্টারপ্রাইজের নাম দিয়ে এ বি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ গ্রহণ করা হয়। এই ঋণের পরিমাণ এক হাজার ১২৫ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৫৭০ টাকা ৭৩ পয়সা। মাহিন এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান লস্কর ২০১৭ সালে এই ঋণ গ্রহণ করেন। 

এই বিষয়ে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, উল্লিখিত অঙ্কের টাকা আদায়ে চলতি বছর ১৮ জুন মামলা দায়ের করা হয়। ঋণ আদায়ে ব্যাংকের করা একটি আবেদনের ওপর আজ (বৃহস্পতিবার) শুনানি হয়। ঋণ আদায়ে ব্যাংকের গাফিলতি থাকায় ব্যবস্থাপককে সশরীরে এসে কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত। আগামী ১২ আগস্ট এ নিয়ে ব্যাখ্যা প্রদানের জন্য সময় নির্ধারণ করে রেখেছে আদালত। 

এত বিশাল অঙ্কের টাকা অনাদায়ি থাকার মধ্যেই ২০১৯ সালের ২৭ জুন আবারও ২৫৫ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয় ব্যাংকের তরফে। এই ধরনের ঘটনায় ঋণ বিতরণে ব্যাংকের মারাত্মক গাফিলতি রয়েছে বলে জানান অর্থঋণ আদালতের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত