Ajker Patrika

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু 

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখীল গ্রামের আব্বাছিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মেজবা (৫) ও মেহেরাজ (৩) পৌরসভার দেওয়ান নগরের ৩ নম্বর ওয়ার্ডের ইসমাইল সওদাগর বাড়ির সম্রাট আকবর বাবুর ছেলে।

স্বজনদের সূত্রে জানা যায়, মেজবা ও মেহরাজ মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। আজ শনিবার বিকেলের দিকে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহত দুই শিশুর বাবা সম্রাট আকবর বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘দুই সন্তান নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হলো। আমার সব শেষ হয়ে গেল।’

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল আব্দুর শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত