Ajker Patrika

মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার কথা বলে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৫২
মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার কথা বলে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার কথা বলে এক আমেরিকা প্রবাসীর ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারকের বিরুদ্ধে মামলা নিতে সদরঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এই আদেশ দেন। 

এর আগে মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী বাদী হয়ে মো. ইমরান (৪৮) ও ফারুক হায়দার (৬৫) নামে ওই দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে একটি মামলা রুজু করেন। 

বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত শুনানিতে বাদীর ২০০ ধারা গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য সদরঘাটের ওসিকে নির্দেশ দেন। 

মামলার বাদীর অভিযোগপত্রের বরাত দিয়ে পিপি বলেন, উনি (শাহ আলম চৌধুরী) ১৯৭১ সালে ক্যাপ্টেন রফিকুল ইসলাম বীর উত্তমের কমান্ডে সীতাকুণ্ড এলাকায় যুদ্ধ করেন। পরে তিনি আমেরিকায় প্রবাসী হন। অভিযুক্তরা তাঁকে বিভিন্ন সময়ে টেলিফোনে ও মেসেঞ্জারে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করছে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তিনি যদি সম্মতি দেন তাহলে অভিযুক্তরা ওই মুক্তিযোদ্ধার পক্ষে কাজটি করে দেবেন। 

শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, বাদী একজন মুক্তিযোদ্ধা। কিন্তু ওনার সনদ ছিল না। এ জন্য বিষয়টিকে আন্তরিকভাবে গ্রহণ করে অভিযুক্তদের কথায় রাজি হন। তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে ১৭ লাখ টাকা নিয়েছিলেন অভিযুক্তরা। একপর্যায়ে তাঁরা তাঁকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, রফিকুল ইসলাম বীর উত্তমের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা নিবাসের বরাদ্দপত্র, কল্যাণ ট্রাস্টের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বাদীর নামে বিভিন্ন চেকপত্র তুলে দেন। 

সম্প্রতি দেশে আসার পর সেসব কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করলে কাগজপত্রগুলো জাল বলে জানানো হয়। পরে ভুক্তভোগী শাহ আলম চৌধুরী আদালতের আশ্রয় নেন। 

আদালতে শুনানির সময় বাদীপক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী ও মো. আনিসুর রহমান মুন্না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত