কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বালুখালীর ৮ ইস্ট ক্যাম্পের চেকপোস্টে তাঁকে আটক করা হয়।
আটক যুবক রোহিঙ্গা ক্যাম্প-৯-এর আই-২ ব্লকের আবুল হোসেনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক শিহাব কায়সার খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি ব্যাগে করে চেকপোস্ট দিয়ে ক্যাম্পের ভেতরে ইয়াবা চালান নিয়ে যাচ্ছিলেন সরোয়ার কামাল। এ সময় তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে ১৪ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ৩ জন আরসা নামধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এপিবিএন মধুরছড়া ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাতে ক্যাম্প-৪, ব্লক-ই-১৪-এর জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় একটি দেশীয় তৈরি গুলি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন জোবায়ের মোহাম্মদ (২২), মো. আয়াছ (২২) ও আয়াত উল্লাহ (২৫)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পালানোর সময় তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। তাঁরা তথাকথিত আরসার সদস্য বলেও জানান তিনি।
এ ব্যাপারে উখিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বালুখালীর ৮ ইস্ট ক্যাম্পের চেকপোস্টে তাঁকে আটক করা হয়।
আটক যুবক রোহিঙ্গা ক্যাম্প-৯-এর আই-২ ব্লকের আবুল হোসেনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক শিহাব কায়সার খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি ব্যাগে করে চেকপোস্ট দিয়ে ক্যাম্পের ভেতরে ইয়াবা চালান নিয়ে যাচ্ছিলেন সরোয়ার কামাল। এ সময় তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে ১৪ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ৩ জন আরসা নামধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এপিবিএন মধুরছড়া ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাতে ক্যাম্প-৪, ব্লক-ই-১৪-এর জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় একটি দেশীয় তৈরি গুলি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন জোবায়ের মোহাম্মদ (২২), মো. আয়াছ (২২) ও আয়াত উল্লাহ (২৫)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পালানোর সময় তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। তাঁরা তথাকথিত আরসার সদস্য বলেও জানান তিনি।
এ ব্যাপারে উখিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) দুপুর ও বিকেলে রুটি এবং বনগজ এলাকায় এসব ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন রুটি গ্রামের শেখ সেলিম মিয়া (৬০) এবং বনগজ এলাকার জমির খান (২২)।
১১ মিনিট আগেকয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে পুশ ইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মৌলভীবাজার সীমান্তে এমন ৭৪ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছে।
১৩ মিনিট আগেরাজশাহী মহানগর বিএনপির কতিপয় নেতা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। চাঁদাবাজি, মাদক কারবার, সন্ত্রাসী কার্যকলাপ এমনকি জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সম্পৃক্ত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের জন্য সরাসরি মদদ দিচ্ছেন। ফলে রাজশাহী মহানগর
১৭ মিনিট আগেচট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়ে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়া একটি বাসা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে
৩৮ মিনিট আগে