Ajker Patrika

অস্ত্র, গুলিসহ ৩ রোহিঙ্গা আটক, ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯: ৩৯
অস্ত্র, গুলিসহ ৩ রোহিঙ্গা আটক, ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বালুখালীর ৮ ইস্ট ক্যাম্পের চেকপোস্টে তাঁকে আটক করা হয়। 

আটক যুবক রোহিঙ্গা ক্যাম্প-৯-এর আই-২ ব্লকের আবুল হোসেনের ছেলে। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক শিহাব কায়সার খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি ব্যাগে করে চেকপোস্ট দিয়ে ক্যাম্পের ভেতরে ইয়াবা চালান নিয়ে যাচ্ছিলেন সরোয়ার কামাল। এ সময় তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়। 

অপরদিকে ১৪ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ৩ জন আরসা নামধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এপিবিএন মধুরছড়া ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাতে ক্যাম্প-৪, ব্লক-ই-১৪-এর জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাঁদের আটক করা হয়। 
 
এ সময় একটি দেশীয় তৈরি গুলি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন জোবায়ের মোহাম্মদ (২২), মো. আয়াছ (২২) ও আয়াত উল্লাহ (২৫)। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পালানোর সময় তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। তাঁরা তথাকথিত আরসার সদস্য বলেও জানান তিনি। 
 
এ ব্যাপারে উখিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত