Ajker Patrika

বাসায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক এএসআইসহ ৬

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের এএসআইসহ ৬ জন। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তাঁর সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

পুলিশ বলছে, এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালতে আসামিদের তোলা হয়। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। ডাকাতেরা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত