নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের এএসআইসহ ৬ জন। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তাঁর সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।
পুলিশ বলছে, এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালতে আসামিদের তোলা হয়। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। ডাকাতেরা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের এএসআইসহ ৬ জন। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তাঁর সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।
পুলিশ বলছে, এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালতে আসামিদের তোলা হয়। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। ডাকাতেরা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। প্রেমের সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১ ঘণ্টা আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে