Ajker Patrika

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় লেগুনাচালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় বিকাশ আচার্য্য (৪৫) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পথচারীসহ আরও দুজন গুরুতর আহত হন। আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত লেগুনাচালক সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের বহনে নিয়োজিত লেগুনা চালাতেন। প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে সুলতানা মন্দির বাসস্ট্যান্ডের সামনে লেগুনা রেখে তার সামনে দাঁড়িয়ে ছিলেন চালক বিকাশ আচার্য্য। এ সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই লেগুনার পেছনে জোর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানচাপায় পিষ্ট হয়ে বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দের পাশাপাশি পিকআপ ভ্যানচালককে আটক করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত