Ajker Patrika

মিরসরাইয়ের প্যানেল মেয়র ফের হত্যা মামলায় গ্রেপ্তার

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি
মিরসরাইয়ের প্যানেল মেয়র ফের হত্যা মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঞ্চল্যকর শাহাদাত হত্যা মামলায় মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে চট্টগ্রামের একটি আদালত কারাগারে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার জুডিশিয়াল আদালত-১ এ হাজিরা দিতে গেলে ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজু মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র। এর আগে তিনি একই মামলায় ২ মাস ২৬ দিন জেল খেটে জামিনে ছিলেন।

কাউন্সিলর রাজু ২০২১ সালে ২৫ জুন আজিম হোসেন শাহাদাত নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলার আসামি হন। নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত শাহদাতের হত্যায় কমিশনার রাজুকে দায়ী করে সাধারণ জনতা আন্দোলনে নামলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

জানা গেছে, মিরসরাই থানা-পুলিশ তাঁকে প্রধান আসামি করে হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে আদালত বরাবরে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়ালি উল্লাহ জানান, এজাহারের বর্ণনা ও তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী শাখের ইসলাম রাজুকে প্রধান আসামি করা হয়েছে।

এদিকে মঙ্গলবার মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের মো. আক্কাসের স্ত্রী মোসাম্মাত রাশেদা আক্তার ওই কাউন্সিলরের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে রাশেদা ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজুর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে কিছু চিহ্নিত দুষ্কৃতকারী তাদের পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালিয়ে রক্তাক্ত করার কথা উল্লেখ করেন। এ ছাড়া রাশেদাদের এলাকা ছেড়ে না গেলে পুরো পরিবারকে রাতের আঁধারে আগুন দিয়ে জীবন্ত দগ্ধ করার হুমকি দেওয়ার কথা তুলে ধরেন তিনি। রাশেদা বলেন, ‘সন্ধ্যা নামার পর বেশ কিছু অপরিচিত লোক তাদের বাড়ির আশপাশে ঘুর ঘুর করায় তার পুরো পরিবার এবং আশপাশের বাসিন্দারা প্রতিটি রাত আতঙ্কে কাটানোর পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত