Ajker Patrika

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৫: ৪৮
Thumbnail image

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পীনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ওই আদেশে প্রশাসনিক কারণে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী ও এ টি এম সোহেল রানা।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নিজ বাসা থেকে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান সাদা পোশাকের দুই পুলিশ সদস্য। রাত ১২টার দিকে থানা হেফাজতেই অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা শুরু থেকে অভিযোগ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কোনো মামলার ওয়ারেন্ট দেখানো ছাড়াই চান্দগাঁও থানার এএসআই ইউসুফ আলী ও এএসআই সোহেল রানা দুদকের ওই সাবেক কর্মকর্তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। মৃত মোহাম্মদ শহীদুল্লার ছেলের অভিযোগ, আটক করার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁর বাবাকে টানাহেঁচড়া করেছিলেন। তাঁর শার্টের কলার চেপে ধরেছিলেন।

অভিযোগ রয়েছে, চট্টগ্রামে গৃহকর্মীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে যে মামলায় দুদকের ওই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তা সাজানো মামলা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত