চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে নগদ টাকার সঙ্গে হাতিয়ে নিত ব্যাংকের ফাঁকা চেক। পরে চাকরিপ্রার্থীকে দিত ভুয়া নিয়োগপত্র। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে উল্টো ফাঁকা চেকের মামলা দেওয়ার ভয় দেখাত সংঘবদ্ধ প্রতারক চক্র।
চাঁপাইনবাবগঞ্জে এমনি একটি প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রাম থেকে তিনজনকে একটি ভুয়া নিয়োগপত্র ও দুটি সিলসহ গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহারাজপুর মিনটোলা গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা (৪২), নিচুধুমি গ্রামের তহরুল ইসলাম (৩৮) ও লালাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদের আটক করতে র্যাবের একটি চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন কঠোর নজরদারি অব্যাহত রেখেছিল।
র্যাব আরও জানায়, একজন ভুক্তভোগীকে প্রতারক মাসুদ রানা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে একটি ভুয়া নিয়োগপত্র দেন। বিনিময়ে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, গ্রেপ্তার তিন প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে নগদ টাকার সঙ্গে হাতিয়ে নিত ব্যাংকের ফাঁকা চেক। পরে চাকরিপ্রার্থীকে দিত ভুয়া নিয়োগপত্র। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে উল্টো ফাঁকা চেকের মামলা দেওয়ার ভয় দেখাত সংঘবদ্ধ প্রতারক চক্র।
চাঁপাইনবাবগঞ্জে এমনি একটি প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রাম থেকে তিনজনকে একটি ভুয়া নিয়োগপত্র ও দুটি সিলসহ গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহারাজপুর মিনটোলা গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা (৪২), নিচুধুমি গ্রামের তহরুল ইসলাম (৩৮) ও লালাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদের আটক করতে র্যাবের একটি চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন কঠোর নজরদারি অব্যাহত রেখেছিল।
র্যাব আরও জানায়, একজন ভুক্তভোগীকে প্রতারক মাসুদ রানা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে একটি ভুয়া নিয়োগপত্র দেন। বিনিময়ে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, গ্রেপ্তার তিন প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৩ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৪ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৫ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৫ ঘণ্টা আগে