চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর
আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, গত ২১ এপ্রিল থেকে শুরু করে ২৪ এপ্রিল পর্যন্ত শহিদুল চেয়ারম্যান তাঁর ৩০ থেকে ৪০ জন লোক দিয়ে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের কাজলদিঘিতে মাটি কেটে বিক্রি করছিলেন। সে সময় ইউএনও ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ বাধা দিলে মাটি কাটা বন্ধ হয়। তার কিছুদিন যেতে না যেতেই ৩ মে থেকে তিনি (শহিদুল ইসলাম) ও তাঁর ভাতিজা জুনায়েতুল ইসলাম জিম ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করেন। এ ছাড়া গত শুক্রবার (৯ মে) রাত ৯টা থেকে আবার মাটি কাটা শুরু করেছেন। সহযোগী হিসেবে শ্রমিক লীগ ও যুবদলের নেতাও রয়েছেন। সরকারি দিঘিটির মাটি কাটা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে তাঁদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি নিজেসহ আরও চার-পাঁচজন ইউএনওকে ফোন দিয়ে মাটি কাটা বন্ধ করার জন্য বলি। তাতে কোনো কাজ হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘তাঁরা টাকা দিয়ে ম্যানেজ করেই সরকারি দিঘির মাটি কেটে বাইরে বিক্রি করছেন। এখানে দুটি ভেকুতে শহিদুল চেয়ারম্যান ও তাঁর ভাতিজা জুনায়েতুল ইসলাম জিম এবং বাঙ্গাবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মাটি কাটছেন। তাঁরা খুব ক্ষমতাশালী। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হামলা-মামলার শিকার হতে হয়। এই মাটি মান্নান ঠিকাদারসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করা হচ্ছে। আগে দিনে কাটা হচ্ছিল। এখন রাতের আঁধারে কাটছেন।’
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ বলেন, ‘বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। এতে কিছুদিন মাটি কাটা বন্ধ ছিল, আবার তাঁরা মাটি কাটা শুরু করেছে।’
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা শহিদুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর ভাতিজা জুনায়েতুল ইসলাম জিম বলেন, ‘আমি মাটি কাটছি না। এটা মান্নান ঠিকাদার কাটছে।’
জানতে চাইলে ঠিকাদার আবদুল মান্নান বলেন, ‘আমি মাটি কাটছি—এটা যদি কেউ বলে থাকে, সেটা মিথ্যা বলেছে। আমি ৪০০ টাকা সিএফটি মাটি কিনে সরকারি রাস্তার কাজে লাগাচ্ছি। এ ছাড়া আমার নাম ভাঙিয়ে কেউ যদি বাইরে মাটি বিক্রি করে তার দায়ভার আমি নেব না।’ তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ থেকে আমার রাস্তার সাইটে তারা মাটি দিচ্ছে না। এখন তারা মাটি কাটছে কি-না তাও আমি জানি না।’
গোমস্তাপুরের ইউএনও জাকির মুন্সী বলেন, ‘এই উপজেলাতে যোগদান করা আমার এক দিন হলো। আমি মাটি কাটার বিষয়টি জানতাম না। এখনই চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি দিঘি থেকে মাটি কেটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমি খোঁজখবর করে ব্যবস্থা নিচ্ছি।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, গত ২১ এপ্রিল থেকে শুরু করে ২৪ এপ্রিল পর্যন্ত শহিদুল চেয়ারম্যান তাঁর ৩০ থেকে ৪০ জন লোক দিয়ে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের কাজলদিঘিতে মাটি কেটে বিক্রি করছিলেন। সে সময় ইউএনও ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ বাধা দিলে মাটি কাটা বন্ধ হয়। তার কিছুদিন যেতে না যেতেই ৩ মে থেকে তিনি (শহিদুল ইসলাম) ও তাঁর ভাতিজা জুনায়েতুল ইসলাম জিম ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করেন। এ ছাড়া গত শুক্রবার (৯ মে) রাত ৯টা থেকে আবার মাটি কাটা শুরু করেছেন। সহযোগী হিসেবে শ্রমিক লীগ ও যুবদলের নেতাও রয়েছেন। সরকারি দিঘিটির মাটি কাটা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে তাঁদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি নিজেসহ আরও চার-পাঁচজন ইউএনওকে ফোন দিয়ে মাটি কাটা বন্ধ করার জন্য বলি। তাতে কোনো কাজ হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘তাঁরা টাকা দিয়ে ম্যানেজ করেই সরকারি দিঘির মাটি কেটে বাইরে বিক্রি করছেন। এখানে দুটি ভেকুতে শহিদুল চেয়ারম্যান ও তাঁর ভাতিজা জুনায়েতুল ইসলাম জিম এবং বাঙ্গাবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মাটি কাটছেন। তাঁরা খুব ক্ষমতাশালী। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হামলা-মামলার শিকার হতে হয়। এই মাটি মান্নান ঠিকাদারসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করা হচ্ছে। আগে দিনে কাটা হচ্ছিল। এখন রাতের আঁধারে কাটছেন।’
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ বলেন, ‘বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। এতে কিছুদিন মাটি কাটা বন্ধ ছিল, আবার তাঁরা মাটি কাটা শুরু করেছে।’
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা শহিদুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর ভাতিজা জুনায়েতুল ইসলাম জিম বলেন, ‘আমি মাটি কাটছি না। এটা মান্নান ঠিকাদার কাটছে।’
জানতে চাইলে ঠিকাদার আবদুল মান্নান বলেন, ‘আমি মাটি কাটছি—এটা যদি কেউ বলে থাকে, সেটা মিথ্যা বলেছে। আমি ৪০০ টাকা সিএফটি মাটি কিনে সরকারি রাস্তার কাজে লাগাচ্ছি। এ ছাড়া আমার নাম ভাঙিয়ে কেউ যদি বাইরে মাটি বিক্রি করে তার দায়ভার আমি নেব না।’ তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ থেকে আমার রাস্তার সাইটে তারা মাটি দিচ্ছে না। এখন তারা মাটি কাটছে কি-না তাও আমি জানি না।’
গোমস্তাপুরের ইউএনও জাকির মুন্সী বলেন, ‘এই উপজেলাতে যোগদান করা আমার এক দিন হলো। আমি মাটি কাটার বিষয়টি জানতাম না। এখনই চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি দিঘি থেকে মাটি কেটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমি খোঁজখবর করে ব্যবস্থা নিচ্ছি।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১৯ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
৩০ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
১ ঘণ্টা আগে