চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।
আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।
অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।
আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।
অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেমঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে ১০ দফা দাবি ও প্রস্তাব জমা দিয়েছে।
৪২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে রাফিয়া নামের এক নারীর সঙ্গে বেড়াতে গিয়ে দুই যুবক অপহরণের শিকার হয়েছেন। তাঁরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার শফিউল আলমের ছেলে মো. আদনান (২১) এবং একই এলাকার মো. শফিকের ছেলে মো. হাশেম (২২)। এ ঘটনায় হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেখুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামছুন নাহার লাকির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। লাকি খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গৃহকর্মী আকলিমা খাতুন বাদী হয়ে খুলনার অতিরিক্ত...
২ ঘণ্টা আগে