গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
বেতন-ভাতা (মাইলেজ) দাবিতে রেলের রানিং স্টাফেরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট করায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা। আজ বুধবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের যাত্রীরা টিকিট কেটেও দুর্ভোগে পড়েন।
ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়।
ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন বলেন, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয়, চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না।
রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ অপর যাত্রী রায়হান জানান, খুব ভোরে ভোলাহাট উপজেলা থেকে আসছি। এসে শুনছি ট্রেনটি ছাড়বে না। নিরুপায় হয়ে গেলাম।
বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আবু তালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি।
এ বিষয়ে রহনপুর রেলওয়ে স্টেশনমাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বলেন, খবর পেয়ে পুলিশসহ তিনি ঘটনাস্থলে এসে উত্তেজিত যাত্রীদের শান্ত করেন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, রেলস্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
বেতন-ভাতা (মাইলেজ) দাবিতে রেলের রানিং স্টাফেরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট করায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা। আজ বুধবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের যাত্রীরা টিকিট কেটেও দুর্ভোগে পড়েন।
ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়।
ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন বলেন, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয়, চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না।
রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ অপর যাত্রী রায়হান জানান, খুব ভোরে ভোলাহাট উপজেলা থেকে আসছি। এসে শুনছি ট্রেনটি ছাড়বে না। নিরুপায় হয়ে গেলাম।
বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আবু তালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি।
এ বিষয়ে রহনপুর রেলওয়ে স্টেশনমাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বলেন, খবর পেয়ে পুলিশসহ তিনি ঘটনাস্থলে এসে উত্তেজিত যাত্রীদের শান্ত করেন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, রেলস্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
১৬ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
২৫ মিনিট আগে