Ajker Patrika

প্রসাধনীর গায়ে উল্লেখ নেই মূল্য, ভোক্তা-অধিকারের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরে প্রসাধনীসামগ্রী বিক্রি করা চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসাধনীতে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার শহরের চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি কসমেটিকসে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় সোশ্যাল বাজার, কসমেটিকস ওয়ার্ল্ড ও রেড রোজ কসমেটিকসের মালিককে ৫ হাজার করে এবং বিউটি শপ কসমেটিকসের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

এ ছাড়া অভিযানে নিয়মিত তদারকের অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা-অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রচারপত্র বিতরণ করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়।

সহকারী পরিচালক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

এলাকার খবর
Loading...