ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। উদ্বোধনের দেড় বছরের মাথায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ে।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৩ শতক জমির ওপরে মডেল মসজিদ নির্মিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাস্তবায়নে গণপূর্ত বিভাগের আওতায় মসজিদটি নির্মাণকারী প্রতিষ্ঠানটি নকশা অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করে। ২০২৩ সালের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে জানা গেছে, মসজিদের বিভিন্ন স্থানে নির্মাণত্রুটি দেখা যাচ্ছে। উদ্বোধনের দেড় বছর না পেরোতেই মসজিদের তৃতীয় ও দ্বিতীয় তলায় পেছনের দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টিতে ছাদ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ছাদে পানি জমে থাকে। টয়লেটের ফিটিংসে ত্রুটি দেখা দেওয়ায় পানি বের হচ্ছে। ঠিকমতো পানি প্রবাহিত হয় না টয়লেটে। অল্প বৃষ্টি হলেও দোতলায় পানি পড়ে, নামাজ পড়া যায় না। মসজিদের মিনার ও গম্বুজের বাল্ব লাগানো হয়নি। বিভিন্ন অংশে কয়েকটি বাল্ব লাগানো হলেও কয়েক মাস পর আর জ্বলে না। এমনকি ছয় মাসের মেরামতের কথা থাকলেও তা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, মসজিদ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজ অ্যান্ড ব্রাদার্সের মালিক আজিজুর রহমান বলেন, সমস্যাগুলো আমরা জানতে পেরেছি। দ্রুত মেরামত করে দেওয়া হবে।
মসজিদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ইমেইল করা হয় গণপূর্ত অধিদপ্তরের চাঁদপুর জেলার উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আহমেদকে। কিন্তু এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, দ্রুত মসজিদ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। উদ্বোধনের দেড় বছরের মাথায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ে।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৩ শতক জমির ওপরে মডেল মসজিদ নির্মিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাস্তবায়নে গণপূর্ত বিভাগের আওতায় মসজিদটি নির্মাণকারী প্রতিষ্ঠানটি নকশা অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করে। ২০২৩ সালের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে জানা গেছে, মসজিদের বিভিন্ন স্থানে নির্মাণত্রুটি দেখা যাচ্ছে। উদ্বোধনের দেড় বছর না পেরোতেই মসজিদের তৃতীয় ও দ্বিতীয় তলায় পেছনের দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টিতে ছাদ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ছাদে পানি জমে থাকে। টয়লেটের ফিটিংসে ত্রুটি দেখা দেওয়ায় পানি বের হচ্ছে। ঠিকমতো পানি প্রবাহিত হয় না টয়লেটে। অল্প বৃষ্টি হলেও দোতলায় পানি পড়ে, নামাজ পড়া যায় না। মসজিদের মিনার ও গম্বুজের বাল্ব লাগানো হয়নি। বিভিন্ন অংশে কয়েকটি বাল্ব লাগানো হলেও কয়েক মাস পর আর জ্বলে না। এমনকি ছয় মাসের মেরামতের কথা থাকলেও তা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, মসজিদ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজ অ্যান্ড ব্রাদার্সের মালিক আজিজুর রহমান বলেন, সমস্যাগুলো আমরা জানতে পেরেছি। দ্রুত মেরামত করে দেওয়া হবে।
মসজিদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ইমেইল করা হয় গণপূর্ত অধিদপ্তরের চাঁদপুর জেলার উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আহমেদকে। কিন্তু এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, দ্রুত মসজিদ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশের প্রধান সমুদ্রবন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকেরা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্তজেলা রুটে কনটেইনার পরিবহন করে। গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের...
২০ মিনিট আগে‘আমার একটা হাত নাই, এটা কৃত্রিম (আর্টিফিশিয়াল) হাত। আর সেই হাতটাই ওরা বাড়ি মেরে ভেঙে ফেলেছে। আমার কাছে কি এত টাকা আছে যে আবার নতুন হাত বানাব? এটা কি রাষ্ট্রের কাজ?’
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে ওত পেতে ১৫ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ শুক্রবার ডিএনসির ঢাকা জেলা কার্যালয়ের একটি দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের জন্য ব্যবহৃত একটি হোন্ডা গাড়ি, ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তা
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিল থেকে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ প্লাজার পাশে হাতিরঝিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে