Ajker Patrika

শাহরাস্তিতে শুরুর সোয়া ১ ঘণ্টা পর কারিগরি পরীক্ষা বাতিল

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
শাহরাস্তিতে শুরুর সোয়া ১ ঘণ্টা পর কারিগরি পরীক্ষা বাতিল

চাঁদপুরের শাহরাস্তিতে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা পরীক্ষা শুরু হওয়ার সোয়া এক ঘণ্টা পর বাতিল করা হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে পরীক্ষা বাতিল করা হয়। 

সরেজমিনে উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর অ্যান্ড এম উচ্চ বিদ্যালয়ে গিয়ে জানা গেছেন, পরীক্ষা শেষ হওয়ার আগেই হলে কর্তব্যরত পরিদর্শকেরা শিক্ষার্থীদের প্রশ্ন ও খাতা তুলে নিয়েছেন। 

এ বিষয়ে পরীক্ষার্থী মো. ফখরুল ইসলাম বলেন, হলে ঢুকে দেখি প্রশ্নের সঙ্গে আমাদের সিলেবাসের কোনো মিল নেই। 

অপর পরীক্ষার্থী মো. রাকিব বলেন, প্রশ্নপত্র দেখে মনে হয়েছে অন্য বই থেকে করা হয়েছে। ভাগ্য ভালো যে সোয়া এক ঘণ্টার মধ্যে পরীক্ষা বাতিল করা হয়েছে। 

ওই কেন্দ্রে কর্তব্যরত হল পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, বোর্ডের নির্দেশে পরীক্ষা বাতিল করা হয়েছে। 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, বোর্ডের নির্দেশ পেয়ে কেন্দ্র সচিব পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত