Ajker Patrika

পিঠা বিক্রেতার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির যুবলীগ নেতা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
পিঠা বিক্রেতার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির যুবলীগ নেতা

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনে কাজ না থাকায় অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। এমনই এক অসহায় ব্যক্তি পিঠা বিক্রেতা ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের রফিক মিয়া। 

পিঠা বিক্রি করেই তাঁর সংসার চলে। তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বসে পিঠা বিক্রি করে থাকেন। লকডাউনে কাজ না থাকায় সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন। 

মঙ্গলবার রাতে আলামিনুল হক আলামিন তাঁর হাতে খাবার সামগ্রী তুলে দিয়েছেন। খাবার সামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন রফিক মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. কাজী ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. এনায়েত উল্লাহ ইমন ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান প্রমুখ। 

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন জানান, রফিক মিয়া আওয়ামী লীগের একজন প্রবীণ কর্মী। তিনি সবার কাছে রফিক ভাই নামে পরিচিত। তাঁর কাছ থেকে অনেক পিঠা খেয়েছি। কৃতজ্ঞতা জানাতে আজ রাতে আমরা তাঁর বাড়িতে গিয়েছিলাম। 

সচ্ছল সকল নেতা-কর্মীকে রফিক মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।  
  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ