Ajker Patrika

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ৩ ঘণ্টা পর সীমিত পরিসরে যাত্রী পারাপার স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৪: ৪৯
আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ৩ ঘণ্টা পর সীমিত পরিসরে যাত্রী পারাপার স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার আন্তর্জাতিক আখাউড়া ইমিগ্রেশন দিয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দুই দেশের যাত্রী পারাপার সীমিত পরিসরে স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকালে বন্ধ হয়ে যাওয়ার পর বেলা ১টার দিকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ১০টার দিকে সারা দেশের পুলিশের কর্মবিরতি পালনে যাওয়ার পর যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ সময় আখাউড়া ইমিগ্রেশনে আটকা পড়েন শতাধিক পাসপোর্টধারী যাত্রী।

আখাউড়া ইমিগ্রেশন দিয়ে তিন ঘণ্টা পর যাত্রী পারাপার স্বাভাবিক। ছবি: আজকের পত্রিকাআখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক কারণে আমরা সীমিত পরিসরে টুরিস্ট ও বিজনেস ভিসা ছাড়া অন্যদের ইমিগ্রেশন করছি। তা ছাড়া বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসাধারী ভারতগামী ব্যক্তিদের সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বশীল কর্মকর্তারাও সতর্কতার সঙ্গে সবার পাসপোর্ট যাচাই করে ভারতে যাওয়ার অনুমতি দিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত