নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৪৭ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার ৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটর ছিল তিন লাখ ৪৩ হাজার ৯১৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৯ টি।
একাদশের তুলনায় এবার বেড়েছে ১০টি কেন্দ্র। ফলে বর্তমান কেন্দ্র সংখ্যা ১৪৯ টি। ভোটার সংখ্যা চার লাখ ৩১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২৪ হাজার ৪১০ জন, নারী ভোটার দুই লাখ সাত হাজার ৫৬৮ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন।
নবীনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ নির্বাচনী এলাকা। সদর পৌর এলাকার মোট ভোটার ৪৬ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২৩ হাজার ১৩৫ জন ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন। ২১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৪৯১ জন এবং নারী ভোটার এক লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। যদি কেউ খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর কমিশনে আবেদন করে সে ক্ষেত্রে আমরা জেলা এবং উপজেলা কমিটি তদন্ত ও যাচাই-বাছাই করে তফসিলের পর যে চূড়ান্ত তালিকা পাব সেটা গেজেটের জন্য পাঠাব।’
নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর যদি কারও কোনো দাবি বা আপত্তি অথবা সুপারিশ থাকে তবে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে দাখিল করতে হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৪৭ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার ৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটর ছিল তিন লাখ ৪৩ হাজার ৯১৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৯ টি।
একাদশের তুলনায় এবার বেড়েছে ১০টি কেন্দ্র। ফলে বর্তমান কেন্দ্র সংখ্যা ১৪৯ টি। ভোটার সংখ্যা চার লাখ ৩১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২৪ হাজার ৪১০ জন, নারী ভোটার দুই লাখ সাত হাজার ৫৬৮ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন।
নবীনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ নির্বাচনী এলাকা। সদর পৌর এলাকার মোট ভোটার ৪৬ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২৩ হাজার ১৩৫ জন ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন। ২১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৪৯১ জন এবং নারী ভোটার এক লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। যদি কেউ খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর কমিশনে আবেদন করে সে ক্ষেত্রে আমরা জেলা এবং উপজেলা কমিটি তদন্ত ও যাচাই-বাছাই করে তফসিলের পর যে চূড়ান্ত তালিকা পাব সেটা গেজেটের জন্য পাঠাব।’
নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর যদি কারও কোনো দাবি বা আপত্তি অথবা সুপারিশ থাকে তবে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে দাখিল করতে হবে।’
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৩৭ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১ ঘণ্টা আগে