কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুমূর্ষু এক আত্মীয়কে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ার হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন বাইসার গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন (৩৫), তাঁর স্ত্রী রুনা বেগম (২৮) ও মৃত আবদুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫)। প্রথম দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এবং অপর ব্যক্তিকে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাশের মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল মিয়া জানান, নিহত ইয়ার হোসেন একটি ব্লাডব্যাংকের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মুমূর্ষু রোগীদের রক্ত দিতে বিভিন্ন এলাকায় ছুটে যেতেন। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শহরে এক মুমূর্ষু আত্মীয়কে রক্ত দিতে গিয়েছিলেন। সন্ধ্যায় অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
দুলাল মিয়া আরও বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার খাড়েরা বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা বিপরীতমুখী একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মারা যান ইয়ার হোসেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকুল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুমূর্ষু এক আত্মীয়কে রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ার হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন বাইসার গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন (৩৫), তাঁর স্ত্রী রুনা বেগম (২৮) ও মৃত আবদুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫)। প্রথম দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এবং অপর ব্যক্তিকে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাশের মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল মিয়া জানান, নিহত ইয়ার হোসেন একটি ব্লাডব্যাংকের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মুমূর্ষু রোগীদের রক্ত দিতে বিভিন্ন এলাকায় ছুটে যেতেন। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শহরে এক মুমূর্ষু আত্মীয়কে রক্ত দিতে গিয়েছিলেন। সন্ধ্যায় অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
দুলাল মিয়া আরও বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার খাড়েরা বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা বিপরীতমুখী একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মারা যান ইয়ার হোসেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকুল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৩২ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১ ঘণ্টা আগে