Ajker Patrika

শিবগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০: ১৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণে মুরাদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন মো. আবু মোকাদ্দেম আলী (৫৯)। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। তিনি পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। আবু মোকাদ্দেম সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে বগুড়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন বলে জানান ওসি মনোয়ারুজ্জামান। তিনি বলেন, গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। মোকাদ্দেম আলী সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

সিটি করপোরেশন হচ্ছে সাভার

এলাকার খবর
Loading...