শিমুল চৌধুরী, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলায় তেঁতুলিয়া নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করছে। অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে উপজেলার নীলকমল ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার এলাকা। নদীতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। নদীভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তেঁতুলিয়া নদীতীরবর্তী নীলকমল, নুরাবাদ ও মুজিবনগর ইউনিয়নের বাসিন্দারা। নদীভাঙন রোধে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়রা জানান, নীলকমল ইউনিয়নের দুটি ওয়ার্ডের প্রায় দুই শ পরিবারের তেঁতুলিয়াপারে ঘরবাড়ি ছিল। গত কয়েক মাসে ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। অনেক গরিব জেলে ও প্রান্তিক কৃষক পরিবার ঘরবাড়ি, জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অনেকে নদীভাঙনের কারণে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। ফলে জনপদের জনসংখ্যা কমছে এবং সামাজিক কাঠামো ভেঙে পড়ছে।
সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল, আহাম্মদপুর ইউনিয়নের ভারানি বাজার, নজরুল নগর ইউনিয়নের বাবুর হাট ও নীলকমল ইউনিয়নের ঘোষের হাট এলাকা।
নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. রহিম দীর্ঘ ৫০ বছর ধরে পরিবার নিয়ে নদীপারে বসবাস করেছেন। তিনি জানান, নদীতে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে তিনি এখন নিঃস্ব। ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া নদীর পারে ২ একর জমি বন্দোবস্ত সূত্রে মালিক হয়ে পরিবার নিয়ে বসতি গড়েছিলেন দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী জয়নাল আবেদিন। তিনি জানান, গত কয়েক বছরে তেঁতুলিয়ার ভাঙনে ভিটেবাড়ি ও কৃষিজমি হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। কৃষক আ. মতিন জানান, তেঁতুলিয়াতীরে তাঁর ১২ একর জমি ছিল। ৫ একর জমি লগ্নি করে বাকি জমিতে তিনি বিভিন্ন ফসল চাষাবাদ করতেন। জমিতে বিভিন্ন ফসল ফলিয়ে সংসার চালাতেন। নদীভাঙনে তাঁর ১২ একর জমি বিলীন হয়ে গেছে।
জেলে সামসুদ্দিন জানান, তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন এই নদীতীরে বসবাস করতেন। নদীতে মাছ ধরে চালাতেন পাঁচজনের সংসার। তেঁতুলিয়া ভাঙনের ফলে বসতভিটা হারিয়েছেন তিনি। এখন বেড়ির ঢালে একটি ঝুপড়ি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই চান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আলম জানান, তেঁতুলিয়া নদীভাঙন এখানকার মানুষের জন্য একটি দুঃস্বপ্নের নাম। এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন। যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই ভাঙন রোধ করা গেলে তেঁতুলিয়া নদীতীরের মানুষ ঘুরে দাঁড়াতে পারবে এবং মানুষের মুখে আবারও ফুটবে আশার আলো।
এদিকে, এলাকাবাসীর পক্ষে চরফ্যাশন উপজেলায় ব্লক স্থাপনসহ নদীভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৪ জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর একটি আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তাঁর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সুজিত হাওলাদার ২৩ জুন চরফ্যাশন উপজেলার নদীভাঙন রোধে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সম্প্রতি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও পাঠিয়েছি। এ ছাড়া ভাঙন রোধে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি নির্দেশনাও এসেছে। এ ব্যাপারে দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
ভোলার চরফ্যাশন উপজেলায় তেঁতুলিয়া নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করছে। অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে উপজেলার নীলকমল ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার এলাকা। নদীতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। নদীভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তেঁতুলিয়া নদীতীরবর্তী নীলকমল, নুরাবাদ ও মুজিবনগর ইউনিয়নের বাসিন্দারা। নদীভাঙন রোধে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়রা জানান, নীলকমল ইউনিয়নের দুটি ওয়ার্ডের প্রায় দুই শ পরিবারের তেঁতুলিয়াপারে ঘরবাড়ি ছিল। গত কয়েক মাসে ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। অনেক গরিব জেলে ও প্রান্তিক কৃষক পরিবার ঘরবাড়ি, জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অনেকে নদীভাঙনের কারণে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। ফলে জনপদের জনসংখ্যা কমছে এবং সামাজিক কাঠামো ভেঙে পড়ছে।
সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল, আহাম্মদপুর ইউনিয়নের ভারানি বাজার, নজরুল নগর ইউনিয়নের বাবুর হাট ও নীলকমল ইউনিয়নের ঘোষের হাট এলাকা।
নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. রহিম দীর্ঘ ৫০ বছর ধরে পরিবার নিয়ে নদীপারে বসবাস করেছেন। তিনি জানান, নদীতে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে তিনি এখন নিঃস্ব। ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া নদীর পারে ২ একর জমি বন্দোবস্ত সূত্রে মালিক হয়ে পরিবার নিয়ে বসতি গড়েছিলেন দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী জয়নাল আবেদিন। তিনি জানান, গত কয়েক বছরে তেঁতুলিয়ার ভাঙনে ভিটেবাড়ি ও কৃষিজমি হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। কৃষক আ. মতিন জানান, তেঁতুলিয়াতীরে তাঁর ১২ একর জমি ছিল। ৫ একর জমি লগ্নি করে বাকি জমিতে তিনি বিভিন্ন ফসল চাষাবাদ করতেন। জমিতে বিভিন্ন ফসল ফলিয়ে সংসার চালাতেন। নদীভাঙনে তাঁর ১২ একর জমি বিলীন হয়ে গেছে।
জেলে সামসুদ্দিন জানান, তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন এই নদীতীরে বসবাস করতেন। নদীতে মাছ ধরে চালাতেন পাঁচজনের সংসার। তেঁতুলিয়া ভাঙনের ফলে বসতভিটা হারিয়েছেন তিনি। এখন বেড়ির ঢালে একটি ঝুপড়ি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই চান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আলম জানান, তেঁতুলিয়া নদীভাঙন এখানকার মানুষের জন্য একটি দুঃস্বপ্নের নাম। এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন। যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই ভাঙন রোধ করা গেলে তেঁতুলিয়া নদীতীরের মানুষ ঘুরে দাঁড়াতে পারবে এবং মানুষের মুখে আবারও ফুটবে আশার আলো।
এদিকে, এলাকাবাসীর পক্ষে চরফ্যাশন উপজেলায় ব্লক স্থাপনসহ নদীভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৪ জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর একটি আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তাঁর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সুজিত হাওলাদার ২৩ জুন চরফ্যাশন উপজেলার নদীভাঙন রোধে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সম্প্রতি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও পাঠিয়েছি। এ ছাড়া ভাঙন রোধে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি নির্দেশনাও এসেছে। এ ব্যাপারে দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৫ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১ ঘণ্টা আগে