ভোলা সংবাদদাতা
ভোলার চরফ্যাশনের শশীভূষণ সদর বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইল ফোনের চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। শনিবার সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পেছনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে এসে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে ওই কিশোরী বাদী হয়ে রফিকুল ইসলাম, দোকানমালিক মো. সুমন, রফিকুলের সহযোগী মো. স্বাধীনসহ তিনজনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন।
রোববার বিকেলে শশীভূষণ থানা-পুলিশ গ্রেপ্তার রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে। রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি মোতালেফ মিয়ার ছেলে। অপর দিকে দুই আসামির মধ্যে সুমন ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে এবং স্বাধীন জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী শনিবার বিকেলে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গেলে সে সুমনের দোকানে চার্জ দিতে যায়। এ সময় ব্যবসায়ী সুমন ওই কিশোরীকে তার দোকানের পেছনের শয়নকক্ষে নিয়ে ফোন চার্জ দিতে বলেন। কিশোরী ওইখানে বসেই তার ফোন চার্জ দিচ্ছিল। এর কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম ও স্বাধীন নামের দুই যুবক দোকানের পেছনে যান এবং রফিকুল ইসলাম তাঁর সঙ্গী স্বাধীনকে পাহারায় রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সুমন ও স্বাধীন পলিয়ে যান। পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোলার চরফ্যাশনের শশীভূষণ সদর বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইল ফোনের চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। শনিবার সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পেছনের শয়নকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে এসে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে ওই কিশোরী বাদী হয়ে রফিকুল ইসলাম, দোকানমালিক মো. সুমন, রফিকুলের সহযোগী মো. স্বাধীনসহ তিনজনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেন।
রোববার বিকেলে শশীভূষণ থানা-পুলিশ গ্রেপ্তার রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে। রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি মোতালেফ মিয়ার ছেলে। অপর দিকে দুই আসামির মধ্যে সুমন ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে এবং স্বাধীন জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী শনিবার বিকেলে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গেলে সে সুমনের দোকানে চার্জ দিতে যায়। এ সময় ব্যবসায়ী সুমন ওই কিশোরীকে তার দোকানের পেছনের শয়নকক্ষে নিয়ে ফোন চার্জ দিতে বলেন। কিশোরী ওইখানে বসেই তার ফোন চার্জ দিচ্ছিল। এর কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম ও স্বাধীন নামের দুই যুবক দোকানের পেছনে যান এবং রফিকুল ইসলাম তাঁর সঙ্গী স্বাধীনকে পাহারায় রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সুমন ও স্বাধীন পলিয়ে যান। পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
২৮ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
৩৩ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে