মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে রাস্তা নির্মাণের দাবিকৃত চাঁদা না পেয়ে খননযন্ত্রের (ভেকুর) যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের শাহীন ভূইয়ার বাড়ি সামনে থেকে ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। ফলে সফিপুর ইউনিয়নের রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
এ ঘটনায় আজ রোববার দুপুরে সফিপুর গ্রামের সোহেল সরদার মুলাদী থানায় একটি মামলা করেছেন। ওই ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত ফজলুর রহমান সরদারের ছেলে ফয়েজুর রহমান টুলু ও তাঁর লোকজনের বিরুদ্ধে ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ করেছেন সোহেল। তবে ফয়েজুর রহমান টুলু চাঁদা দাবি ও ভেকুর যন্ত্রাংশ নেওয়ার বিয়ষটি অস্বীকার করেছেন।
সোহেল সরদার জানান, তাঁর স্ত্রী মোসা. আসমা বেগম সফিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য। সেই সুবাদে তিনি বালিয়াতলী গ্রামের নূরু মল্লিকের বাড়ি হতে দলিল উদ্দীন সরদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ করছেন। গত ১ মার্চ ফয়েজুর রহমান টুলু ১০-১২ জন লোক নিয়ে রাস্তা নির্মাণের জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় তারা নির্মাণ কাজ বন্ধ করে ভেকুর যন্ত্রাংশ খুলে নেওয়ার হুমকি দেয়। সরকারি প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় ভেকুটি শাহীন সরদারের ব্যাক্তিগত কাজের জন্য নেওয়া হয়। সেখানে গিয়ে টুলু ও তার লোকজন টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে শনিবার রাতে ভেকুর ৬০ হাজার টাকা মূল্যের দুটি ব্যাটারি এবং ৫০ হাজার টাকার যন্ত্রাংশ খুলে নেয়।
ফয়েজুর রহমান টুলু বলেন, ‘আমি এবং আমার কোনো লোক কারও কাছে চাঁদা দাবি বা রাস্তা নির্মাণকাজ বন্ধ করেনি। সোহেল সরদার রাস্তার কাজ না করেই বিল উত্তোলনের জন্য মিথ্যা অভিযোগ করেছেন এবং পরিবারিক বিরোধের জেরে মামলা করেছেন।’
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধ এবং ভেকুর যন্ত্রাংশ খুলে নেওয়ার বিষয়ে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং যন্ত্রাংশ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে রাস্তা নির্মাণের দাবিকৃত চাঁদা না পেয়ে খননযন্ত্রের (ভেকুর) যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের শাহীন ভূইয়ার বাড়ি সামনে থেকে ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। ফলে সফিপুর ইউনিয়নের রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
এ ঘটনায় আজ রোববার দুপুরে সফিপুর গ্রামের সোহেল সরদার মুলাদী থানায় একটি মামলা করেছেন। ওই ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত ফজলুর রহমান সরদারের ছেলে ফয়েজুর রহমান টুলু ও তাঁর লোকজনের বিরুদ্ধে ভেকুর ব্যাটারি ও যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগ করেছেন সোহেল। তবে ফয়েজুর রহমান টুলু চাঁদা দাবি ও ভেকুর যন্ত্রাংশ নেওয়ার বিয়ষটি অস্বীকার করেছেন।
সোহেল সরদার জানান, তাঁর স্ত্রী মোসা. আসমা বেগম সফিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য। সেই সুবাদে তিনি বালিয়াতলী গ্রামের নূরু মল্লিকের বাড়ি হতে দলিল উদ্দীন সরদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ করছেন। গত ১ মার্চ ফয়েজুর রহমান টুলু ১০-১২ জন লোক নিয়ে রাস্তা নির্মাণের জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় তারা নির্মাণ কাজ বন্ধ করে ভেকুর যন্ত্রাংশ খুলে নেওয়ার হুমকি দেয়। সরকারি প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় ভেকুটি শাহীন সরদারের ব্যাক্তিগত কাজের জন্য নেওয়া হয়। সেখানে গিয়ে টুলু ও তার লোকজন টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে শনিবার রাতে ভেকুর ৬০ হাজার টাকা মূল্যের দুটি ব্যাটারি এবং ৫০ হাজার টাকার যন্ত্রাংশ খুলে নেয়।
ফয়েজুর রহমান টুলু বলেন, ‘আমি এবং আমার কোনো লোক কারও কাছে চাঁদা দাবি বা রাস্তা নির্মাণকাজ বন্ধ করেনি। সোহেল সরদার রাস্তার কাজ না করেই বিল উত্তোলনের জন্য মিথ্যা অভিযোগ করেছেন এবং পরিবারিক বিরোধের জেরে মামলা করেছেন।’
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধ এবং ভেকুর যন্ত্রাংশ খুলে নেওয়ার বিষয়ে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং যন্ত্রাংশ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
আট দফা আদায়ে সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন। সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহনমালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এই ধর্মঘট ঘোষণা করা হয়।
৪ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারুক মুনসী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গোরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় একটি জিআর মামলায় জসিম উদ্দিন নামে এক আসামিকে ২০ বছরের সাজা দেন আদালত। সাজা থেকে বাঁচতে প্রকৃত নাম-ঠিকানা পরিবর্তন করে ২৩ বছর নিজেকে আড়াল করে রাখেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মিনিট আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে দ্বিতীয় দিনের মতো চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে কেউ কেউ ইঞ্জিনচালিত বোটে পারাপার হচ্ছেন, আবার অনেক যানবাহন রাঙ্গুনিয়া গোডাউন সেতু ব্যবহার
১ ঘণ্টা আগে