Ajker Patrika

উপজেলা নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থিতা ঘোষণা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
উপজেলা নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থিতা ঘোষণা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহ প্রার্থী হবেন এমন জল্পনা-কল্পনা ছিল সর্বত্র। ৩১ মার্চ রাতে উপজেলার নিজ বাড়িতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। তিনি বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ছেলে।

তবে প্রার্থী হওয়ার বিষয়ে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি দলের সিদ্ধান্ত। তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনই এই বিষয়ে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে প্রার্থিতা হওয়া বা না হওয়া বিষয়টি নিশ্চিত করবেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা-কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করবেন।’ সে লক্ষ্যে দল সব কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত