নিজস্ব প্রতিবেদক, বরিশাল
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা-সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা অবিলম্বে নারী নির্যাতন বন্ধে কার্যকরী উদ্যোগ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
মহাসড়ক অবরোধে সড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এর প্রভাবে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। এর আগে একই দাবিতে সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চের উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থী ইসরাত মায়া বলেন, ‘পথেঘাটে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। নারীদের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দেশে নারীদের শত ভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
এর আগে সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চ প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং নারীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য নাহিদুল ইসলাম বলেন, ‘সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখছি না। জনসাধারণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন।’
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা-সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা অবিলম্বে নারী নির্যাতন বন্ধে কার্যকরী উদ্যোগ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
মহাসড়ক অবরোধে সড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এর প্রভাবে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। এর আগে একই দাবিতে সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চের উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থী ইসরাত মায়া বলেন, ‘পথেঘাটে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। নারীদের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দেশে নারীদের শত ভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
এর আগে সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চ প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং নারীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।
ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য নাহিদুল ইসলাম বলেন, ‘সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখছি না। জনসাধারণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৪ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৬ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৬ ঘণ্টা আগে