মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে টাকা-স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মুলাদী থানায় চারজনের বিরুদ্ধে মামলা এবং বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ব্যক্তির নাম ইব্রাহীম সিকদার, তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, ‘ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় আসেন। এর পর তিনি আমার থেকে ২ লাখ টাকা ধার নেন। এর মধ্যে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৩ মার্চ সন্ধ্যায় ইব্রাহীম সিকদার ৫ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ আমাকে ঢাকায় নিয়ে যান।’
ভুক্তভোগী আরও জানান, ঢাকায় ইব্রাহীম তাঁকে একটি বাসায় প্রায় তিন মাস আটকে রাখেন। বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইব্রাহীম বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ২২ জুন এলাকায় ফিরে এসে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তাঁর বাবা-মা তাঁকে গ্রহণ না করে বাড়ি থেকে বের করে দেন।
তবে ছাত্রদল নেতা ইব্রাহীম সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রবাসীর স্ত্রী আমার সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। এখন এলাকায় ফিরে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এতে রাজি না হওয়ায় ধর্ষণ ও টাকা-স্বর্ণালংকারের বিষয় উল্লেখ করে থানায় মামলা করে থাকতে পারেন।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ‘ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রবাসীর স্ত্রী ছাত্রদল নেতা ও তাঁর বাবা, মা, বোনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে টাকা-স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মুলাদী থানায় চারজনের বিরুদ্ধে মামলা এবং বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ব্যক্তির নাম ইব্রাহীম সিকদার, তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, ‘ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় আসেন। এর পর তিনি আমার থেকে ২ লাখ টাকা ধার নেন। এর মধ্যে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৩ মার্চ সন্ধ্যায় ইব্রাহীম সিকদার ৫ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ আমাকে ঢাকায় নিয়ে যান।’
ভুক্তভোগী আরও জানান, ঢাকায় ইব্রাহীম তাঁকে একটি বাসায় প্রায় তিন মাস আটকে রাখেন। বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইব্রাহীম বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ২২ জুন এলাকায় ফিরে এসে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তাঁর বাবা-মা তাঁকে গ্রহণ না করে বাড়ি থেকে বের করে দেন।
তবে ছাত্রদল নেতা ইব্রাহীম সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রবাসীর স্ত্রী আমার সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। এখন এলাকায় ফিরে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। এতে রাজি না হওয়ায় ধর্ষণ ও টাকা-স্বর্ণালংকারের বিষয় উল্লেখ করে থানায় মামলা করে থাকতে পারেন।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ‘ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রবাসীর স্ত্রী ছাত্রদল নেতা ও তাঁর বাবা, মা, বোনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
২ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৩ ঘণ্টা আগে