Ajker Patrika

বিসিসি মেয়র খোকনকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩০ মে ২০২৪, ১৫: ৫৩
বিসিসি মেয়র খোকনকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝড়ের পর নগরে ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়। 

ওই যুবলীগ কর্মীর নাম মাসুদ সিকদার। তাঁর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। নগরীর বান্দ রোড স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুল্লাহর ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার ফেস্টুন ব্যবহার করে আসছিল মাসুদ। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান জানান, বিসিক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে গতকাল রাতে মাসুদ সিকারেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। 
 
এ ব্যাপারে বিসিসি জনসংযোগ কর্মকর্তা রুমেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন মাসুদ সিকদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত