নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।
গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।
বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।
বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।
গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।
বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৯ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৩২ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩৪ মিনিট আগে