নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, বিএনপি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়। নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। কিন্তু বিএনপি অন্য ভাষায় সরকারকে পদত্যাগ করতে বলছে। এটা মানা যায় না।
আজ শনিবার বিকেলে বাকেরগঞ্জের কামারখালীতে আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম।
শিরীন আখতার বলেন, আগামী নির্বাচনকে আমরা যুদ্ধের চোখে দেখছি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এই দুই গোষ্ঠী যেভাবে বেড়ে উঠছে তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় বাংলাদেশের কারাগারে কোনো আলেম নেই বলেও উল্লেখ করেন জাসদের এই নেত্রী।
জাসদের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ১৪ দল অটুট থাকবে। আমিও মনে করি এই ১৪ দলকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। উপস্থিত ছিলেন জাসদের জেলা সভাপতি মো. আব্দুল হাই মাহবুব, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, এনায়েত হোসেন খান ছানা, আফজাল হোসেন বাচ্চু প্রমুখ। সম্মেলনে বিপুল পরিমাণ নেতা-কমী অংশগ্রহণ করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, বিএনপি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়। নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। কিন্তু বিএনপি অন্য ভাষায় সরকারকে পদত্যাগ করতে বলছে। এটা মানা যায় না।
আজ শনিবার বিকেলে বাকেরগঞ্জের কামারখালীতে আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাসদের দাড়িয়াল ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম।
শিরীন আখতার বলেন, আগামী নির্বাচনকে আমরা যুদ্ধের চোখে দেখছি। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এই দুই গোষ্ঠী যেভাবে বেড়ে উঠছে তা প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় বাংলাদেশের কারাগারে কোনো আলেম নেই বলেও উল্লেখ করেন জাসদের এই নেত্রী।
জাসদের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ১৪ দল অটুট থাকবে। আমিও মনে করি এই ১৪ দলকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। উপস্থিত ছিলেন জাসদের জেলা সভাপতি মো. আব্দুল হাই মাহবুব, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, এনায়েত হোসেন খান ছানা, আফজাল হোসেন বাচ্চু প্রমুখ। সম্মেলনে বিপুল পরিমাণ নেতা-কমী অংশগ্রহণ করেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে