গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’
এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’
এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
২০ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৩৩ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩৬ মিনিট আগে