Ajker Patrika

সাঈদীর মৃত্যুতে শোক জানানো ভোলা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে অব্যাহতি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
সাঈদীর মৃত্যুতে শোক জানানো ভোলা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে অব্যাহতি

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে মন্তব্য করায় এবার ভোলা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার ও গতকাল মঙ্গলবার রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি খান মোহাম্মদ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, উপজেলার সাচড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হৃদয় সিকদার, উপজেলার কাচিয়া ইউনিয়ন সভাপতি পিকুরুল ইসলাম বাহার, দৌলতখান উপজেলার আবু আবদুল্লাহপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খুসরু জিহান, ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়ন কর্মী মিরাজ আফসান, দৌলতখান উপজেলা সহসভাপতি নাবিউর রহমান রাফি, মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজ।

এ বিষয়ে কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিকুরুল ইসলাম বাহার ও হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ মীর আজকের পত্রিকাকে বলেন, কয়েক দিন আগে তাদের আইডি হ্যাক হয়। তখন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে কোনো কারণ দর্শানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত