মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমেছিলেন বাবা-মেয়ে ও ভাতিজিসহ ৫ জন। তারা কেউ সাঁতার জানেন না। গোসলের একপর্যায়ে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয়েছেন ২ চাচাতো বোন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে দুই চাচাতো বোন নিখোঁজ হন।
তারা হলেন গলইভাঙা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে হিজরাতুল মুনতাহা হাফসা (১৩)।
তারা দুইজন গ্রামের বাড়িতে বেড়াতে এসে মাহমুদ হাসানের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে গিয়েছিলেন। তাদের দুইজন সাঁতার জানত না। মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অর্পার বাবা মো. মাহমুদ হাসান বলেন, ২ মেয়ে ও ভাতিজা-ভাতিজির বায়না রক্ষার জন্য আজ রোববার দুপুরে আড়িয়াল খাঁ নদের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় গোসলে যান। ৫ জনের কেউ সাঁতার না জানায় সবাইকে অল্প পানিতে গোসল করতে বলা হয়েছিল। কিন্তু অসাবধানতা ও স্রোতের টানে মেয়ে ও ভাতিজা-ভাতিজি পানিতে ভেসে যাচ্ছিলো। ওই সময় এক মেয়ে ও ভাতিজাকে টেনে তীরে ওঠানো গেলেও তার মেয়ে অর্পা ও ভাতিজি হাফসা পানিতে ডুবে যায়। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে পানিতে খুঁজে অর্পা ও হাফসাকে না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন।
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে দুইজনের নিখোঁজের সংবাদ পেয়ে খোঁজ করা হয়েছে। কিন্তু আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের খুঁজে পেতে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। কাল সোমবার সকালে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তা নিয়ে পুনরায় সন্ধান শুরু করা হবে।’
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমেছিলেন বাবা-মেয়ে ও ভাতিজিসহ ৫ জন। তারা কেউ সাঁতার জানেন না। গোসলের একপর্যায়ে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয়েছেন ২ চাচাতো বোন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে দুই চাচাতো বোন নিখোঁজ হন।
তারা হলেন গলইভাঙা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে হিজরাতুল মুনতাহা হাফসা (১৩)।
তারা দুইজন গ্রামের বাড়িতে বেড়াতে এসে মাহমুদ হাসানের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে গিয়েছিলেন। তাদের দুইজন সাঁতার জানত না। মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অর্পার বাবা মো. মাহমুদ হাসান বলেন, ২ মেয়ে ও ভাতিজা-ভাতিজির বায়না রক্ষার জন্য আজ রোববার দুপুরে আড়িয়াল খাঁ নদের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় গোসলে যান। ৫ জনের কেউ সাঁতার না জানায় সবাইকে অল্প পানিতে গোসল করতে বলা হয়েছিল। কিন্তু অসাবধানতা ও স্রোতের টানে মেয়ে ও ভাতিজা-ভাতিজি পানিতে ভেসে যাচ্ছিলো। ওই সময় এক মেয়ে ও ভাতিজাকে টেনে তীরে ওঠানো গেলেও তার মেয়ে অর্পা ও ভাতিজি হাফসা পানিতে ডুবে যায়। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে পানিতে খুঁজে অর্পা ও হাফসাকে না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন।
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে দুইজনের নিখোঁজের সংবাদ পেয়ে খোঁজ করা হয়েছে। কিন্তু আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের খুঁজে পেতে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। কাল সোমবার সকালে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তা নিয়ে পুনরায় সন্ধান শুরু করা হবে।’
বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরের পানি টানা বৃষ্টিতে উপচে মাঠে ঢুকে হাঁটুপানি জমেছে। মাঠটি সাহেবাবাদ ডিগ্রি কলেজের হলেও ব্যবহার করে থাকে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। সরেজমিনে দেখা যায়, মাঠে পুকুরের মাছ ভেসে বেড়াচ্ছে, চারা ও ছোট গাছ ডুবে আছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিদ্যালয়ের...
৩ মিনিট আগেনিহত সিয়ামের বাড়ি মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আলী আকবর। সিয়াম ঢাকার বংশাল এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘুরতে গিয়ে শুক্রবার সকালে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
১৮ মিনিট আগেপ্রতিষ্ঠানের মালিক মো. জামিনুর রহমান বলেন, ডিও অনুযায়ী গত ৩ আগস্ট সরকার টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম পুলিশকে চালগুলো বরাদ্দ দেয়। বরাদ্দের নিয়ম অনুযায়ী টাঙ্গাইলের মেসার্স নিলয় ট্রেডার্স তা ক্রয় করে আমার কাছে বিক্রি করে। তিনি দাবি করেন, রসিদের ভিত্তিতে চালগুলো ক্রয় করেছেন।
১ ঘণ্টা আগেহাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
১ ঘণ্টা আগে