গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে কয়েকজন চাঁদাবাজ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আতাহার দাবি করেন, স্থানীয় বখাটে ওসমান হাওলাদার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন। বাধ্য হয়ে তাঁকে আড়াই লাখ টাকা দিলেও সন্তুষ্ট হননি তিনি। বাকি টাকার জন্য কয়েকজন মিলে তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসে ছিলেন আতাহার। এ সময় তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে যান স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার। পরে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে চাঁদার দাবিতে তাঁকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ জন্মেছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির ওপর এমন হামলা খুবই দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরিকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাহার মাতুব্বর বলেন, ‘কয়েক মাস ধরে ওসমান হাওলাদার ও তাঁর সহযোগীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। বিভিন্ন সময় চাঁদার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। নিরুপায় হয়ে আমি এপ্রিল মাসে তাদের আড়াই লাখ টাকা দিয়েছি। কিন্তু এরপরও তারা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। আজ সকাল ৮টার দিকে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসেছিলাম। সেখান থেকে আমাকে ওসমান হাওলাদার ডেকে নিয়ে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে বাকি টাকা দিতে বলে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় রাকিব রাঢ়ী, রাসেল রাঢ়ী, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগরসহ পাঁচ-সাতজন আমাকে মারতে শুরু করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার বলেন, ‘আমি তার কাছে কোনো চাঁদা চাই নাই। সে এখন চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করতে চাইছে। আমার পরিবারের সম্মানহানি করতে চাইছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে কয়েকজন চাঁদাবাজ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আতাহার দাবি করেন, স্থানীয় বখাটে ওসমান হাওলাদার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন। বাধ্য হয়ে তাঁকে আড়াই লাখ টাকা দিলেও সন্তুষ্ট হননি তিনি। বাকি টাকার জন্য কয়েকজন মিলে তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসে ছিলেন আতাহার। এ সময় তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে যান স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার। পরে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে চাঁদার দাবিতে তাঁকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ জন্মেছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির ওপর এমন হামলা খুবই দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরিকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাহার মাতুব্বর বলেন, ‘কয়েক মাস ধরে ওসমান হাওলাদার ও তাঁর সহযোগীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। বিভিন্ন সময় চাঁদার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। নিরুপায় হয়ে আমি এপ্রিল মাসে তাদের আড়াই লাখ টাকা দিয়েছি। কিন্তু এরপরও তারা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। আজ সকাল ৮টার দিকে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসেছিলাম। সেখান থেকে আমাকে ওসমান হাওলাদার ডেকে নিয়ে সাহেবের চর বাজারের এক ভাতের হোটেলে আটকে রেখে বাকি টাকা দিতে বলে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় রাকিব রাঢ়ী, রাসেল রাঢ়ী, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগরসহ পাঁচ-সাতজন আমাকে মারতে শুরু করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার বলেন, ‘আমি তার কাছে কোনো চাঁদা চাই নাই। সে এখন চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় করতে চাইছে। আমার পরিবারের সম্মানহানি করতে চাইছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
৩৪ মিনিট আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
৪০ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগে