Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পুলিশ কনস্টেবলসহ আহত ৩  

গৌরনদী প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পুলিশ কনস্টেবলসহ আহত ৩  

বরিশালের গৌরনদীতে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী ফেরদৌস ব্যাপারী (১৮) নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাহিয়ান ও মাহেন্দ্র যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী এবং চালক হাকিম আলী আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত ফেরদৌস ব্যাপারী বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ও উত্তর রাকুদিয়া গ্রামের মিজান ব্যাপারীর ছেলে। 
 
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, ‘থ্রি হুইলার মাহেন্দ্রটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাটাজোর কবিবাড়ী ব্রিজের কাছে এ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত দুজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত