Ajker Patrika

আগৈলঝাড়ায় স্কুলশিক্ষক ও গৃহবধূকে পিটিয়ে আহত 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলশিক্ষক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের আবদুল ফকিরের ছেলে পূর্ব বাগধা দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক রহমান ও প্রতিবেশী হাসান ফকিরের সঙ্গে বাড়ির জায়গার বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকালে হাসান ফকির লোকজন নিয়ে তারেক রহমানের বাড়ির ওপর জোর করে ঘর তুলতে গেলে বাঁধা দেওয়ায় হাসান ও তার লোকজন শিক্ষক তারেক রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে।

অপরদিকে একইদিন উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের দিনমজুর সাহিদুল শিকদারের ছাগল পাশের বাড়ির জসিম শিকদারের উঠানে যাওয়াকে কেন্দ্র করে সাহিদুলের স্ত্রী দুই সন্তানের জননী সুমি বেগমকে জসিম তার পরিবারের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত সুমি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় আহত দুজন পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্কুলশিক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় পৃথক লিখিত অভিযোগ হয়েছে। উভয় ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত