নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এক চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে চিকিৎসাসেবা।
১৫ মিনিট আগেশরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম।’
২০ মিনিট আগেসড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন খাতের সর্বাত্মক সংস্কার প্রয়োজন। না হলে সড়কের বেপরোয়া হত্যাকাণ্ড থামানো সম্ভব নয়। এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার (৬ আগস্ট) নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই কথা বলেন।
২৩ মিনিট আগেঅনৈতিক কাজের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় নারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
২৭ মিনিট আগে